আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানা করলো শীর্ষ আদালত৷ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১ টাকা জরিমানা জমা দিতে হবে।
জরিমানা না দিলে প্রশান্ত ভূষণকে তিন মাসের জন্য কারাগারে পাঠানো হতে পারে এবং তাঁকে তিন বছরের জন্য আইনি প্র্যাকটিশ থেকে বিরত রাখা হতে পারে।সোমবার শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই শাস্তি ঘোষণা করেছেন৷

শাস্তি ঘোষণা হলেও তা সঙ্গে সঙ্গে কার্যকর হচ্ছে না। কারণ ভূষণের একটি রিভিউ পিটিশন আদালতে দাখিল করা আছে৷ এই পিটিশনের শুনানি হবে অন্য বেঞ্চে৷ যেহেতু আগামীকাল, ১ সেপ্টেম্বর, বিচারপতি অরুণ মিশ্র অবসর নেবেন, তাই অন্য বেঞ্চে রিভিউ পিটিশনের শুনানি হবে। রিভিউ পিটিশনের ফয়সালা না হওয়া পর্যন্ত সাজা কার্যকর হয় না।
গত ১৪ আগস্ট আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, টুইটের মাধ্যমে এমন কিছু মন্তব্য ভূষণ করেছিলেন, যা আদালত অবমাননার দোষে দুষ্ট৷
তাঁকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু নিজের অবস্থান থেকে সরতে রাজি হননি আইনজীবী প্রশান্ত ভূষণ। রাজি হননি আদালতের সামনে ক্ষমা চাইতেও।
সোমবার আদালত অবমাননা মামলার শাস্তি ঘোষণা হলো৷


































































































































