পল্টু কলেজ জীবনে ছিল ধীর, স্থির ও শান্ত পড়ুয়া। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর এভাবেই স্মৃতিচারণা করেন ঘনিষ্ঠ বন্ধু ষষ্ঠীকিংকর দাস। সোমবার সন্ধেয় প্রাক্তন রাষ্ট্রপতি মৃত্যুর খবর পৌঁছতেই শোকে বিহ্বল হয়ে পড়েন তিনি। সিউড়ির বিদ্যাসাগর কলেজ জীবনের নানা কথা মনে পড়ছে তাঁর।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং সিউড়ি শহরের বাসিন্দা শিক্ষক ষষ্ঠীকিংকর দাস বিদ্যাসাগর কলেজের সহপাঠী ছিলেন। দিল্লির রাজনীতিতে সক্রিয় প্রণব বাবু বীরভূমে এলেই তলব পড়ত প্রিয় বন্ধু ষষ্ঠীর। বন্ধু পল্টুর স্মৃতিচারণা করতে গিয়ে ষষ্ঠী বাবু বলেন, “তিনি ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল। নিঃসঙ্গতা তিনি পছন্দ করতেন না। সবসময়ই হইহুল্লোড় করে কাটাত সবার সঙ্গে। মক পার্লামেন্ট করত সেই সময়”। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর রাজনীতি আঙিনায় পা দেন তিনি। অজয় মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেসে যোগদান করেন তিনি। পরবর্তী সময়ে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হন এবং বাম প্রার্থীর কাছে পরাজিত হন। ইতিমধ্যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ই তার বুদ্ধিদীপ্ত বক্তৃতা জনমানুষ এবং রাজনীতি মহলকে মুগ্ধ করে। আজ সেই সব কথা মনে পড়ে চোখের পাতা ভিজছে অশীতিপর বৃদ্ধের।
































































































































