পরিবর্তিত পরীক্ষাসূচি স্থির করতে আজ সোমবার ভার্চুয়াল বৈঠকে শিক্ষামন্ত্রী

0
1

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে আজ সোমবার ভার্চুয়াল বৈঠকে বসার কথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷

শীর্ষ আদালত কলেজ- বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। তবে এখনই পরীক্ষা না নিয়ে নতুন সূচি তৈরি করে পুজোর আগে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়েই আজ আলোচনা হওয়ার কথা৷ সুপ্রিম কোর্ট বলেছে, পরীক্ষার সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পর পিছোতে চাইলে সংশ্লিষ্ট রাজ্যকে UGC-র কাছে আবেদন করতে হবে। বলা হয়েছে, নির্দিষ্ট দিন আগে ঠিক করে UGC-কে জানাতে হবে৷ সেই সব খতিয়ে দেখতে এবং অনলাইন না অফলাইনে পরীক্ষা হবে, তা আলোচনা করে চূড়ান্ত দিন ঠিক করার উদ্দেশ্যেই এই বৈঠক।