মহানগর দুঃস্থ মানুষদের মাস্ক, স্যানিটাইজার বিলি কসবা ইস্টবেঙ্গল ফ্যানস ফোরামের By EBBS Desk - August 31, 2020 0 3 FacebookTwitterPinterestWhatsApp মানবিক প্রচেষ্টা। সাধারণ দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল কসবা ইস্টবেঙ্গল ফ্যানস ফোরাম। নিজেদের উদ্যোগে এবং ইস্টবেঙ্গল ক্লাবের সহযোগিতায় কসবা পিকনিক গার্ডেন কলোনী বাজার মোড়ে ১০০জন দুঃস্থ মানুষের হাতে তুলে দিলো অতি প্রয়োজনীয় মাস্ক এবং স্যানিটাইজার।