চিনা বিশ্বাসঘাতকতা, লাদাখে অনুপ্রবেশ বানচাল করল ভারতীয় সেনা

0
1

আবার চিনা বিশ্বাসঘাতকতা। লাদাখ সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা। প্যাংগ্যং লেকের কাছ দিয়ে প্রবেশ করতে গিয়ে বিফল হলো বেজিংয়ের সেনা। বানচাল করে দেয় ভারতীয় সেনা। প্রবল উত্তেজনা কমাতে দু’পক্ষের কূটনৈতিক বৈঠক শুরু হয়েছে।

অনুপ্রবেশের চেষ্টা হয় ২৯-৩০ অগাস্টের রাতে। চিনের এই কৌশল আঁচ করে অতর্ক ছিল ভারতীয় সেনা। মাস দেড়েক আগেই ভারত ও চিনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত ছিল কোনও পক্ষই এই অঞ্চলের স্থিতাবস্থা উলঙ্ঘন করবে না। তবু চিন কথা না রাখায় দক্ষিণ চিন সাগরে সেনা রণতরী মোতায়েন করে ভারত। আর এতেই সম্ভবত বিগড়ে গিয়ে অনুপ্রবেশের চেষ্টা। কিন্তু ভারতীয় সেনা অনুপ্রবেশের আগেই বাধা দেওয়ায় ফিরতে হয়েছে চিনা সেনাকে। লাদাখের পুশুলে চলছে দু’পক্ষের বৈঠক।