ফেসবুকের গৈরিকীকরণ বা ফেসবুকের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ গত বছরের জুন মাসেই রাজ্যসভায় তুলেছিল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ২৫ জুন ২০১৯-এ রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি বিরোধী কোনও কথাই ফেসবুক পোস্ট করতে দিচ্ছে না।বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ডেরেক অভিযোগ করেন, এনডিএ-র অলিখিত জোটসঙ্গী হচ্ছে ফেসবুক। সংস্থার উচ্চপদস্থ কর্তারা বিজেপির আইটি সেলের কর্মীদের মতো কাজ করছেন। সেখানে বিজেপি বিরোধী কোনও মত প্রকাশ করা যাচ্ছে না। এই ধরনের কোন পোস্ট হলে সেটা ব্লক করে দেওয়া হচ্ছে। ফেসবুকের নিয়ন্ত্রণে থাকা হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগ করেন ডেরেক। শুধু তাই নয়, এই বিষয়ে সংবাদমাধ্যমও খবর করতে পারছে না। এটা এক বছর আগে সংসদে জানিয়েছিল তৃণমূল। এবছর জুলাই-অগাস্ট মাস থেকে যখন ফেসবুক-বিজেপি গোপন আঁতাঁত নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল। তখনই একটি ভিডিও প্রকাশ করে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এই সন্দেহ তারা এক বছর আগেই প্রকাশ করেছিল।


































































































































