ফের শোকের ছায়া বিনোদন জগতে, আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী

0
1

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের আত্মহত্যার ঘটনা ঘটল। রবিবার বাংলাদেশের মডেল অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে খবর, নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মডেল হিসেবেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন। পরে বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। একইসঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন লরেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ তাঁর অভিনয় নজর কেড়েছিল। কিন্তু কেরিয়ারের শুরুতেই কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।