কর্তব্যরত বিএসএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।
বাগদা থানার চুয়াটিয়া এলাকার ঘটনা। বিএসএফ ও পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৯৯ ব্যাটেলিয়ানের বিকাশ কুমার। সহকর্মীরা তাঁকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বনগাঁ হাসপাতালে রেফার করা হয়। বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কী কারণে এই সিদ্ধান্ত তা তদন্ত করে দেখছে বাগদা থানার পুলিশ।
বিএসএফ সূত্রে খবর, বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিলেন এই কর্মী। তার জন্য সিদ্ধান্ত কি না খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : মাস্ক নেই! পরনের জামা খুলে মুখে বাঁধাল পুলিশ

































































































































