করোনা পরিস্থিতি চলছে। তাতে কি! গ্লাভস ও মাস্ক পরে করম উৎসবে মাতলেন আদিবাসীরা। মানা হলো সামাজিক দূরত্ব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বদলপুরে শনিবার রাতে করম পুজো প্যান্ডেলে ভিড় এড়াতে পাশেই লাগানো হয় প্রজেক্টর স্ক্রিন।
ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে করম পুজো হয়। পুজোর দিন করম গাছের শাখা বেদিতে স্থাপন করে দেবতা রূপে পুজো করা হয়। পুজোকে কেন্দ্র করে সম্মিলিত নাচ ও গানের মাধ্যমে করম বন্দনা ও প্রার্থনা করা হয়।
শনিবার রাতে বালুরঘাটের বদলপুরে করম পুজো অনুষ্ঠানে হাতে গ্লাভস মুখে মাক্স পড়ে ধামসা ও মাদল বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সামাজিক দূরত্ব মেনে নৃত্যে অংশ নেন। করোনা পরিস্থিতির মধ্যেও এই করম পুজো উপলক্ষ্যে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের মানুষের উৎসাহ ছিল দেখার মত।
বদলপুর করম পুজো উদযাপন কমিটির কর্মকর্তা সুনীল বাঘোয়ার জানান, কোভিড-১৯-র কারণে এবছর ভিড় এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, করম পুজোটির দ্বারা ভালো ফসল, সকলের সমৃদ্ধি কামনা করা হয়।

































































































































