মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী ২৯ অগাস্ট। আর এই দিন উপলক্ষ্যে প্রতিবছর ২৯ অগাস্ট জাতীয় ক্রীড়াদিবস হিসেবে পালিত হয়। দেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে পুরস্কার বিতরণী অনু্ষ্ঠান হলো না। প্রথমবার মহামারির কারণে ভাটা পড়েছে এই অনুষ্ঠানে। যার ফলে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই সম্মানিত করা হলো ভারতীয় ক্রীড়াবিদদের। ক্রীড়াবিদদের সম্মানিত করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, “২০২৮ অলিম্পিকে সবাই দেশের জন্য নিজের সেরাটা দেবেন। আর তাতেই আমরা বিশ্বের সেরা ১০ পদকজয়ী দেশের অন্যতম হতে পারব।”
করোনার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ভিনেশ ফোগাট-সহ তিনজন। আগেই ঘোষিত হয়েছিল রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য-সহ সমস্ত পুরস্কার প্রাপকদের নামের তালিকা। এদিন তাদেরকেই সম্মানিত করলেন রাষ্ট্রপতি। সমস্ত ক্রীড়াবিদদের সম্মান জানিয়ে রাষ্ট্রপতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “মহামারি খেলার দুনিয়ায় বড় প্রভাব ফেলেছে। অলিম্পিকও পিছিয়েছে। আমার বিশ্বাস কোভিড-১৯ ক্রীড়াবিদ ছন্দ কেড়ে নিতে পারবে না। খেলায় দেশের অগ্রগতি ঘটবেই। ফিটনেস থেকে পারফরম্যান্স, সব দিকেই উন্নতি হয়েছে আমাদের। আশা করি, ২০২৮ অলিম্পিকে সবাই দেশের জন্য নিজের সেরাটা দেবেন। আর তাতেই আমরা বিশ্বের সেরা ১০ পদকজয়ী দেশের অন্যতম হতে পারব।”


































































































































