স্টেট ব্যাঙ্কের পরবর্তী চেয়ারম্যান দীনেশকুমার খারা

0
1

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান হিসাবে দীনেশকুমার খারার নাম প্রস্তাব করল ব্যাঙ্কস বোর্ড ব্যুরো। বর্তমান চেয়ারম্যান রজনীশ কুমারের মেয়াদ শেষ হচ্ছে ৭ অক্টোবর। তারপর ওই পদে বসতে পারেন দীনেশকুমার খারা। রজনীশ কুমার ২০১৭ সালের অক্টোবরে এই পদে আসেন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য। ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক সংস্থার প্রধান পদে কে বসবেন তা ঠিক করে ব্যাঙ্কস বোর্ড ব্যুরো। সেই সংস্থাই দীনেশকুমারের নাম প্রস্তাব করেছে। এসবিআই-এর চেয়ারম্যান বাছা হয় ব্যাঙ্কের ডিরেক্টরদের মধ্যে থেকেই। ব্যাঙ্কস বোর্ড ব্যুরো মনোনীত দীনেশকুমার খারাই এসবিআইয়ের চার ডিরেক্টরের মধ্যে প্রবীণতম।