৬ বছর পরে অনুশোচনা! আত্মসমর্পণ ‘খুনি’ দুই ভাইয়ের

0
3

২০১৪ সালের ১০ ডিসেম্বর নিজে দাদাকে মেরে বাড়ির পিছনে পুঁতে দিয়েছিলেন দুই ভাই। বিবেকের তাড়নায় এতদিন পর দুই ভাই এসে জগদ্দল থানায় নিজেদের কুকর্মের কথা জানালেন তাঁরা। পুলিশ গিয়ে মাটি খুঁড়ে নিপু শীল নামে ব্যক্তির কঙ্কাল বের করে। সম্পত্তির বিবাদে জেরে নিপুকে করেন তাঁর দুই ভাই অপু ও তপু শীল। এরপর এলাকা ছেড়ে চলে যান দুজন। কিন্তু মেজোভাই অপু শীল মাঝেমধ্যেই বাড়িতে যেতেন জঙ্গল পরিষ্কারের নাম করে। জঙ্গল পরিষ্কার করে ফিরে যেতেন। কিন্তু আচমকা শুক্রবার দুই ভাই জগদ্দল থানা গিয়ে আত্মসমর্পণ করেন। প্রথমে পুলিশ ওঁদের বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু দুই ভাই বারবার বলতে থাকেন মাটি খুড়লে কঙ্কাল পাওয়া যাবে। এরপরই পুলিশ রাতেই মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে। এই নাটকীয় ঘটনায় হতবাক পুলিশ ও স্থানীয়রা।

‘খুনি’ ভাইদের মতে, এতদিন অনুশোচনাবোধ নিয়ে ভুগছিল তাঁরা। শেষে বিবেকের তাড়নায় পুলিশকে বিষয়টি জানান। পুলিশ মাটি খুঁড়ে কঙ্কাল বের করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। তবে, এর পিছনে আর কোনও রহস্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।