বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে এক টুইটে পোস্ট করা হয়েছে একটি ছবি। সেখানে মমতার ছবি দিয়ে লেখা হয়েছে’ম্যায় হুঁ না’। লেখা হয়েছে গভীর এক অনিশ্চয়তা ও উত্কন্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। এরকম এক সময়ে দেশের পরীক্ষার্থীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিজেপি শাসিত সরকার। এরকম এক ইস্যুতে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে সরব মমতা।
সর্বভারতীয় নিট ও জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল ছাত্র পরিষদ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব বলেন, “নিট- জয়েন্ট পরীক্ষার্থী নিতে গিয়ে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র।”
গোটা দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বাড়ি থেকে বের হবেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। করোনা মহামারি আবহের মধ্যে যা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্রের বিজেপি সরকার।
এদিকে কেন্দ্র সরকারও অনড় পরীক্ষা নেওয়া হবে। সেপ্টেম্বরেই। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য আবেদন করা হবে।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তাপস রায় বৈশ্বানর চট্টোপাধ্যায়, শান্তনু সেন, অশোক দেব-সহ নেতৃত্বরা।