এবার অ্যাপেই বুক করা যাবে টোটো!

0
6

কলকাতা-সহ রাজ্যজুড়ে অ্যাপ ক্যাব পরিষেবা বেশ জনপ্রিয়। অনলাইনে বুকি করলেই কয়েক মিনিটের আপনার চলে আসছে গাড়ি। এবার সেই পথেই অনলাইনে বুকিং করা যাবে টোটো। শুধু তাই নয়, আপনি নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন। এমনই অভিনব ব্যবস্থা চালু হতে চলেছে নিউটাউন এলাকায়।

এনকেডিএ-র আধিকারিক দেবাশিস সেন বলেন, এখন থেকেও আর রাস্তার মোড়ে গিয়ে টোটো ধরতে হবে না বা লাইন দিতে হবে না। ঘরে বসেই টোটো বুক করার সুবিধা পাওয়া যাবে। এতে বয়স্ক ও অসুস্থ মানুষদের উপকার হবে। জানা গিয়েছে, একইসঙ্গে দুটি অ্যাপ কার্যকর হবে। যাত্রী ও চালকদের কাছে সেই অ্যাপ থাকলে এই সুবিধা পাওয়া যাবে।