আশুতোষ কলেজে ইংরাজির মেধা তালিকায় সানি লিওনের নাম প্রথমে! তুঙ্গে বিতর্ক

0
3

কলেজের মেধা তালিকায় প্রথম নাম দেখেই সবার চক্ষু ছানাবড়া। দক্ষিণ কলকাতার স্বনামধন্য আশুতোষ কলেজে ইংরাজি বিভাগের মেধা তালিকা দেখে অবাক সকলেই। অবাক হওয়ারই কথা। কারণ, সেই তালিকায় দেখা গিয়েছে একেবারে প্রথমেই রয়েছেন সানি লিওনির নাম! তাঁর অ্যাপ্লিকেশন এবং রোল নম্বরও দেওয়া রয়েছে মেধা তালিকা। ঘটনাটি শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমনই কাণ্ড। সেই তথ্য অনুযায়ী, সানি লিয়ন এবছরই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন।

বৃহস্পতিবার আশুতোষ কলেজের মেধা তালিকা প্রকাশ হয়। তাতেই দেখা গিয়েছে একেবারে প্রথমেই রয়েছে রুপোলি পর্দার তারকা সানি লিওনির নাম। তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬। বেস্ট অব ফোরে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০ অর্থাৎ প্রতিটি পরীক্ষায়ই একশোয় একশো পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই মেধা তালিকা। যদিও আশুতোষ কলেজের তরফে এই বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে ব্যাখ্যা করা হয়েছে। মেধা তালিকার বিভিন্ন জায়গায় এমন ভুল ভ্রান্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন- নিট-জয়েন্ট পিছনোর দাবিতে প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের