আশুতোষ কলেজের ইংরেজির মেধাতালিকায় নাম বলিউড অভিনেত্রী সানি লিওনের! এই তালিকায় অভিনেত্রীর নাম দেখে একেবারে হতবাক নেটিজেনরা। প্রশ্ন উঠছে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। মেধাতালিকায় অভিনেত্রীর নাম থাকায় সানির প্রতিক্রিয়া, “চল, পরবর্তী সেমিস্টারে কলেজে দেখা হবে!”
বৃহস্পতিবারই এই খবর প্রকাশ্যে আসে। একরকম হাসির বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত সানির এই খবর ভাইরাল নেট দুনিয়াতে। এরপর টুইট অভিনেত্রী লিখলেন, “চলো আগামী সেমিস্টারে কলেজে দেখা হবে! আশা করি, তোমাদের ক্লাসে দেখতে পাব।”
ওই মেধাতালিকায় সানি লিওনের অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬। এছাড়া বেস্ট অফ ফোরে রয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৪০০। অর্থাৎ প্রতিটি পরীক্ষাতেই তিনি একশোয় একশো পেয়েছেন। তবে শুধু মেধাতালিকায় নয় একাধিক বিভাগে বহু অসঙ্গতি পাওয়া গিয়েছে।
আপাতত এই চূড়ান্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ। ভুল শুধরে শুধরে আবার নতুন করে তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।
See you all in college next semester!!! Hope your in my class 😉 ??
— sunnyleone (@SunnyLeone) August 28, 2020
আরও পড়ুন- বঞ্চনা আর সাফল্যের খতিয়ান দিয়ে বিজেপি নেতাদের ‘অসংযমী জিভ’ নিয়ে কটাক্ষ