অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুতে সিবিআই জেরার মুখে তার বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর প্রায় দু’মাসের বেশি সময় কেটে যাওয়ার পর সিবিআই তদন্তের নির্দেশ এবং ঘনিষ্ঠ বান্ধবী রিয়া সন্দেহের মাঝখানে। শুক্রবার রিয়া সিবিআই দফতরে আসেন সকাল সোয়া দশটা নাগাদ। ডিআরডিও গেস্ট হাউসে সিবিআই জেরার মুখে রিয়া। মুখোমুখি বসিয়ে জেরার জন্য সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানীকে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানোর প্রবল সম্ভাবনা সুশান্তর রাঁধুনি নীরজকেও। ইতিমধ্যে সিবিআই দফতরে জেরা চলছে স্যামুয়েল মিরান্ডাকে। রিয়ার অভিযোগ সুশান্ত ড্রাগ নিতেন। পাল্টা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, প্রায় তিন বছর আগে থেকে রিয়া ড্রাগ চক্রের সঙ্গে জড়িয়েছিলেন। অন্যদিকে সুশান্তের বাবা অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে ড্রাগ এবং বিষ দিয়ে হত্যা করেছে রিয়া। ফলে ঘটনা নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। দেখার বিষয় আজ রিয়াকে কতক্ষণ সিবিআই জেরার মুখে পড়তে হয়। বিভিন্ন মহলের অনুমাণ, রিয়ার গ্রেফতারের সম্ভাবনা প্রবল।