সুখবর! এবছরের পৌষ মেলা হবে। শুক্রবার বিশ্বভারতীর ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে মেলায় বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মেলা করার জন্য কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে করতে হবে। মেলা শেষ করতে হবে ৬দিনের মধ্যে। উল্লেখ্য, গতকালই বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত পৌষমেলার পক্ষে সওয়াল করেন কেন্দ্রের তত্ত্ববধানে। এদিন তার অন্যথা হয়নি। বিশ্বভারতীর উপাচার্য কেন্দ্রের নির্দেশ পালন করেই পৌষমেলায় সবুজ সঙ্কেত দেন।