মোদিকে পছন্দ ৫০ শতাংশ চিনা নাগরিকের! সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

0
2

লাদাখ সীমান্ত সংঘর্ষের পর থেকে ভারত- চিন সম্পর্কের টানাপোড়েন চলার মধ্যেই এক সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন ৫০ শতাংশ চিনা নাগরিক! দুদেশের সীমান্ত উত্তেজনার আবহেও অধিকাংশ চিনা নাগরিক পছন্দ করেন দিল্লির মোদি সরকারকেই। চিনের জাতীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষা অনুযায়ী, চিনের ৫০ শতাংশ নাগরিক শি জিনপিং সরকারের থেকে বেশি পছন্দ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অবশ্য বাকি ৫০ শতাংশ বেজিংয়ের কমিউনিস্ট সরকারের পক্ষেই মত দিয়েছেন। সমীক্ষা বলছে, ৭০ শতাংশ চিনা নাগরিক মনে করেন ভারতে এখন জোরদার চিন বিরোধী আবেগ তৈরি হয়েছে, যা সহজে মেটার নয়। বাকি ৩০ শতাংশ নাগরিক অবশ্য মনে করেন, ভবিষ্যতে ভারত ও চিনের সম্পর্ক ফের স্বাভাবিক হবে। যদিও এর পাশাপাশি ৯ শতাংশ চিনা নাগরিকের মতে, ভারত ও চিনের সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হবে না। আবার ২৫ শতাংশ মনে করেন, অদূর ভবিষ্যতে চিন ও ভারত পরস্পরের বন্ধু হয়ে উঠবে।