বর্ণবিদ্বেষ-বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে ধৃত নাবালক

0
1

আমেরিকার বিভিন্ন জায়গায় বর্ণবিদ্বেষ-বিরোধী বিক্ষোভে চলছে উত্তেজনা। মঙ্গলবার মাঝরাতে কেনোশা শহরে তেমনই একটি বিক্ষোভে গুলি চালায় মৃত্যু হয় দুই কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীর। সেই ঘটনায় এক শ্বেতাঙ্গ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। উইসকনসিনের পড়শি প্রদেশ ইলিনয়ের বাসিন্দা সে। বিক্ষোভ ঠেকাতে পুলিশই গুলি চালিয়েছিল বলে প্রথমে মনে করা হয়। ফের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল কেনোশার পুলিশ প্রশাসনকে। কিন্তু ঘটনার ভিডিও ফুটেজ দেখে ১৭ বছরের ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের দিকে পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পুলিশের সামনে দিয়েই নিজের সেমি অটোম্যাটিক রাইফলটি নিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে সে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত অত পুলিশ গাড়ি তাকে কেন খেয়াল করল না, সে প্রশ্ন উঠেছে।আপাতত জেল হেফাজতে রয়েছে ওই নাবালক।