কম্পিউটারে একটা স্ক্রিনশট নিয়ে যে এমন বিপদে পরবেন তা ভাবতেই পারেননি কলকাতা হাইকোর্টের এই আইনজীবী। এই স্ক্রিনশটের কারণেই হাজতের দোরগোড়া থেকে ঘুরে এলেন তিনি। কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে কোনও ক্রমে পার পেয়েছেন তিনি । কীর্তিমানের নাম শিবরতন কাকরানিয়া।
ঘটনার সূত্রপাত দিন পাঁচেক আগে। করোনা পরিস্থিতির জেরে ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারপ্রক্রিয়া চলছে কলকাতা হাইকোর্টে। কম্পিউটার থেকে তেমনই এক শুনানির স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আইনজীবী শিবরতন কাকরানিয়া। তা আদালতের নজরে আসতেই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি রাজশেখর মান্থা।
বিচারপতি জানিয়েছেন, আদালতের কার্যক্রমের স্ক্রিনশট নেওয়া এজলাসে বসে ছবি তোলার সমতুল। গত ২৫ অগাস্ট এক রায়ে বিচারপতি মান্থা লিখেছেন, ‘শ্রী শিবরতন কাকরানিয়া গত ১৯ অগাস্ট একটি হলফনামা পেশ করে তাঁর কৃত কর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত হতেই পোস্টটি মুছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ওই পোস্টে তাঁর করা মন্তব্যও সম্পূর্ণ অনিচ্ছাকৃত।’
তবে ভবিষ্যতে এমন আচরণ করলে তার আইনজীবী কেরিয়ার যে ঘোর অনিশ্চয়তার সম্মুখীন হবে সে কথাও তাকে মনে করিয়ে দিয়েছে আদালত ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.