শশী থারুর দলের অতিথি শিল্পী, বেনজির তোপ লোকসভার কং সাংসদ সুরেশের

0
3

কংগ্রেসের তথাকথিত বিক্ষুব্ধ ব্রিগেডের সদস্য শশী থারুর নিজের দলেই বেনজির তোপের মুখে। কেরালা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি ও লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ থারুরকে ‘অতিথি শিল্পী’ বলে কটাক্ষ করলেন। কেরালার এই নেতা তিরুবনন্তপুরমের সাংসদ সম্পর্কে বলেন, শশী থারুর অতিথি শিল্পী হয়ে আমাদের দলে এসেছিলেন। তিনি এখনও অতিথি শিল্পী হয়েই রয়ে গিয়েছেন। হতে পারে উনি গ্লোবাল সিটিজেন, কিন্তু কংগ্রেসে থাকতে হলে কংগ্রেসের শর্ত মেনেই কাজ করতে হবে। সুরেশের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসের খোলনলচে বদলের দাবি তোলা নেতাদের হাইকমান্ডের সবুজ সংকেতেই এভাবে টার্গেট করছেন গান্ধী পরিবারের অনুগতরা।

আরও পড়ুন- ১৪ সেপ্টেম্বর বাদল অধিবেশন, ৭২ ঘণ্টা আগে কোভিড টেস্ট সব সাংসদের