টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী প্রয়াত। আজ, শুক্রবার সকালে বাইপাসের সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
অন্যদিকে, আজই আবার রাজ চক্রবর্তীর ফাইনাল কোভিড টেস্ট হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। দূর থেকেও প্রয়াত বাবাকে শেষবারের জন্য রাজ দেখতে পারবেন কিনা তা এখন টেস্ট রিপোর্টের উপরই নির্ভর করবে।