তিন দফায় জেরা হবে আজ সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর। মুম্বইয়ের ডিআরডিও অফিসে জেরা চলছে রিয়ার। সেখানেই জেরা চলছে রিয়ার ভাই সৌভিকেরও, অন্য ঘরে আলাদাভাবে। এরপর দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। তারপর প্রয়োজনবোধে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থকে রিয়ার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে রাঁধুনি নীরজেকে দরকার হলে ডেকে পাঠানো হবে। তবে এই তদন্তে অনেক রহস্যের উত্তর যে নীরজ ও সিদ্ধার্থ দিতে পারবে তা নিশ্চিত।



































































































































