‘বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে চলে পতিতাবৃত্তি’, অভিযোগ অগ্নিমিত্রার

0
3

বিশ্বভারতীর পৌষমেলা প্রাঙ্গণে প্রাচীর বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, ‘মেলার মাঠে অবাধে দেহ ব্যবসা চালানো হয় এখানে। সেই সঙ্গেই চলে নানা অসামাজিক কাজকর্ম।’ এদিন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখাও করেন তিনি।

এরপরই সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘অরক্ষিত মেলার মাঠে রীতিমতো অসামাজিক কাজকর্ম চলে। দেহ ব্যবসা থেকে নেশাড়ুদের আড্ডা, সবই হয় এখানে। শাসকদল তৃণমূলের লোকেরাও এই মাঠ থেকে মোটা টাকা কামান।’ পৌষ মেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মেলার সময় মাত্র চার জন ব্যক্তি দুহাজার টাকার বিনিময়ে অনেক স্টল নিয়ে নেয়। তারপর কালোবাজারি করে সেই স্টল মোটা টাকার বিনিময়ে সেই স্টল অন্যদের হাতে দেয়।’

আরও পড়ুন- শশী থারুর দলের অতিথি শিল্পী, বেনজির তোপ লোকসভার কং সাংসদ সুরেশের