ম্যারাথন জেরা। টানা ১০ ঘন্টা জেরার মুখে জেরবার হওয়ার পর রাতে অফিস থেকে বেরিয়ে গেলেন রিয়া চক্রবর্তী। মুম্বইয়ের ডিআরডিও অফিসে সকাল সোয়া দশটা নাগাদ সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া সিবিআই অফিসে আসেন। এরপর সকাল ১১টা থেকে জেরা শুরু হয়। কখনও একা, আবার কখনও ভাই সৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা হয়। বেশ কিছু সুশান্তের বাড়ি ছাড়া, সকালে দেহ উদ্ধার, অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার, নানা বিষয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে তার কথায়। ফলে ফের তাকে তলব করা হয়েছে। আগামিকালই তাঁকে ফের আসতে হতে পারে। এদিন মাঝে সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানির মুখোমুখিও হয়েছে রিয়াকে। সিবিআই সূত্রে খবর, বহু তথ্য লুকোচ্ছে সিদ্ধার্থ। জেরায় বেশ কিছু কথা সে জানিয়েছে, যা বিপদে ফেলতে পারে রিয়া-সৌভিককে। ফলে সিদ্ধার্থকে রাজসাক্ষী করার প্রবল সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন – করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার