“NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আপনি চুপ আছেন দেখে আমি বিস্মিত”৷
রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান৷
প্রায় সব বিষয়েই রাজ্যের সঙ্গে রাজ্যপালের কথা চালাচালি এখন প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ তবে এখনও পর্যন্ত রাজ্যপাল NEET ও JEE নিয়ে একটি কথাও বলেননি৷
গুরুত্বপূর্ণ এই ইস্যুতে রাজ্রপালের নীরবতা নিয়েই তোপ দাগলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।
রাজ্যপালের উদ্দেশ্যে এক টুইটে নুসরত লিখেছেন, “NEET ও JEE নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে নিয়ে আপনি এখনও নীরব, এটা দেখে আমি সত্যিই বিস্মিত ধনকড়জি! দয়া করে এবার পড়ুয়াদের জন্য মুখ খুলুন৷ এই মহামারি পরিস্থিতিতে পড়ুয়ারা সত্যিই ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে”, সাংসদের স্পষ্ট কথা, NEET, JEE অপেক্ষা করতেই পারে!”
মারণ ভাইরাসের প্রকোপে জনজীবন আতঙ্কিত৷ এমন পরিস্থিতিতে NEET- JEE পরীক্ষা হওয়া কতটা যুক্তিযুক্ত? সেই প্রশ্নই তুলেছে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ৷ সরব পড়ুয়ারা, উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
এবার পড়ুয়াদের হয়েই পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়ে রাজ্যপালকে বিঁধেছেন সাংসদ নুসরত জাহান।

































































































































