টানা বৃষ্টিতে জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু !

0
1

একটানা বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। আর নদীর জলের বাড়তি স্রোতের ফলে ঘটল দুর্ঘটনা । হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু। ঘটনাটি ঘটেছে  মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরী এলাকায়। কংসাবতী নদী সংলগ্ন একটি  খালের ওপর ওই কংক্রিটের সেতুর ওপর  দিয়ে বহু গ্রামের লোকজন যাতায়াত করেন। বৃহস্পতিবার ভোরে ওই কংক্রিট সেতুটি ভেঙে পড়ে। সংযোগকারী মাটির রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেতুটি ।

এর জেরে সমস্যায় পড়েন গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে যাতায়াত বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক ব্রিজ এভাবেই ভেঙে পড়ছে । অন্যদিকে বৃহস্পতিবার রাতে দাসপুর থানার অন্তর্গত নাড়াজোল এলাকাতে বুড়িগঙ্গা নদীর পাড় ভেঙে প্লাবিত হতে শুরু করেছে ২২টি গ্রাম। ক্ষতিগ্রস্ত লোকজনকে ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।  বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে।