দেশজুড়ে মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট  

0
1

বিশ্ব মহামারির পরিস্থিতিতে এবার দেশজুড়ে মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, করোনা সংক্রমণ রুখতে শনি ও রবিবার মহরমের শোভাযাত্রা করা যাবে না। দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, এই শোভাযাত্রার অনুমতি দিলে পরে যদি এজন্য বিভিন্ন জায়গায় নতুন করে সংক্রমণ ছড়ায় তাহলে দেশের বিশেষ একটি সম্প্রদায়কে এজন্য দায়ী করা হবে। এটা হতে দেওয়া যায় না। প্রশ্ন ওঠে, এর আগে তো মহামারির মধ্যেই পুরীর রথযাত্রার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা, পুরীর রথ একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট রুটে অনুষ্ঠিত হয়। তাই সেক্ষেত্রে ওই জায়গায় নির্দিষ্ট সতর্কতা ও নিয়ম মেনে করার কথা বলা হয়েছিল। অন্যদিকে, মহরমের শোভাযাত্রা সারা দেশজুড়ে হয়। ফলে গোটা দেশের সর্বত্র উপযুক্ত নজরদারি ও নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। মহামারির মত অভূতপূর্ব পরিস্থিতিতে এই স্বাস্থ্যগত ঝুঁকি নেওয়া সম্ভব নয়। পিটিশনকারী শীর্ষ আদালতকে বলেন, গোটা দেশে না হলেও অন্তত উত্তরপ্রদেশে এই মহরমের অনুমতি দেওয়া হোক। কারণ সেখানে মহরমের শোভাযাত্রার সঙ্গে ঐতিহ্য জড়িত আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন পিটিশনকারীকে এবিষয়ে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন।