সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অভিযোগের তীর রিয়া চক্রবর্তীর দিকে। এরই মধ্যে মাদক যোগের মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই আবহে এবার নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাড়ির বাইরে সংবাদমাধ্যমের জমায়েতের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, “এটা আমার বিল্ডিং কমপাউন্ডের ভেতরের ছবি। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি আমার বাবা প্রাক্তন আর্মি অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তী। আমরা ইডি, সিবিআই এবং অন্য তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য বাইরে যাতায়াত করছি। কিন্তু আমার এবং আমার পরিবারের জীবন সঙ্কটে। স্থানীয় থানায় জানিয়েছি। তবে সাহায্য মেলেনি। মুম্বই পুলিশকে অনুরোধ করছি, দয়া করে আমাদের সুরক্ষা দেওয়া হোক। যাতে আমরা তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে পারি।”