পুলিশের তৎপরতায় রুখল নাবালিকার বিয়ে

0
2

বীজপুর থানার তৎপরতায় খোকা গেল নাবালিকার বিয়ে। গোপন সূত্রে পুলিশ খবর পায়, বছর 16-র একটি মেয়ের সঙ্গে গুড্ডু দাস নামে এক যুবকের বিয়ের তোড়জোড় চলছে। অভিযোগ, জৌগ্রাম বাঁদপুর জামালপুর বাসিন্দা ওই নাবালিকার সম্পর্ক হয় হালিশহর জেটিয়া মাঠ পাড়ার বাসিন্দা গুড্ডুর সঙ্গে। মেয়েটি কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায় বলে অভিযোগ তার বাড়ির লোকের। অবশেষে পুলিশের তৎপরতায় কন্যাকে ফিরে পেয়ে বীজপুর থানাকে ধন্যবাদ জানায় পরিবার। এই ঘটনায় পাত্রের বাবা ও পাত্রকে আটক করে পুলিশ।