জয়েন্ট, নিট স্থগিত না রাখার আর্জি জানিয়ে শিক্ষাবিদদের চিঠি প্রধানমন্ত্রীকে

0
3

জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত রাখার দাবিতে একজোট হচ্ছেন বিরোধীরা। ঠিক সেই সময় এই পরীক্ষা স্থগিত না রাখার আবেদন জানালেন দেশ-বিদেশের ১৫০ জন শিক্ষাবিদ। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁরা। তাঁদের আবেদন, ” পরীক্ষা নিতে আরও দেরি হলে তা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে।”

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহারাষ্ট্র, পন্ডিচেরি, পাঞ্জাব, ঝাড়খন্ড, ছত্তিশগড়, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মহামারি আবহে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। আর এই ঘোষণার পরই শিক্ষাবিদরা চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শিক্ষাবিদরা উল্লেখ করেছেন, “মহামারির অজুহাতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আপস করার কোনও জায়গা নেই। নির্ধারিত সূচি মেনেই জয়েন্ট এবং নিট পরীক্ষা হোক। আরও দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। পরে কোনও কিছুর বিনিময়ে এই সময় ফিরিয়ে দিতে পারব না।” তাঁদের বক্তব্য, “পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে লক্ষ লক্ষ পড়ুয়াদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের উচিত এই অবস্থার দ্রুত নিরসন করা।”

এই ১৫০ জন শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন, জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আইআইটি দিল্লি, লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উপাচার্যরা। পাশাপাশি নাম রয়েছে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় অধ্যাপকদের। ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-সহ জেরুজালেমের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সই করেছেন ওই চিঠিতে।