বাংলা মিডিয়াতে ফের বড় রদবদল

0
1

বাংলা মিডিয়াতে ফের বড় রদবদল হচ্ছে। TV9 বাংলা চ্যানেল আনছে। তার দায়িত্ব নিচ্ছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তিনি আগে ২৪ ঘন্টায় ছিলেন। এখন আনন্দবাজার ডিজিটালের দায়িত্বে। আর অঞ্জন নতুন জায়গায় গেলে আনন্দবাজার ডিজিটালে আসছেন অনিন্দ্য জানা। তিনি এখন আজকাল কাগজে আছেন। সম্প্রতি খেলার বিভাগটি তিনিই দেখছিলেন। ফলে আজকালের খেলার দায়িত্বে অন্য একটি নাম শোনা যাচ্ছে। তিনি মূলত ক্রীড়াসাংবাদিক হলেও এখন একটি কাগজে অন্য দায়িত্বেও আছেন। তিনি কর্মক্ষেত্র পরিবর্তন চান। এদিকে TV9-এর পাশাপাশি শোনা যাচ্ছে রিপাবলিক টিভি বাংলা সংস্করণের জন্য প্রাথমিক কাজকর্ম শুরু করছে।