বলিউডে মাদক যোগ নিয়ে বিস্ফোরক কঙ্গনা  

0
11

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক যোগের তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইডির আবেদনে সাড়া দিয়ে বুধবার সুশান্তের মৃত্যুর তদন্তে যোগ দেয় এনসিবি।এরইমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর বক্তব্য, বলিউডের অন্দরে ঢুকলে অনেক প্রথম সারির তারকা জেলে থাকবে।

অভিনেত্রী আরও লেখেন, রক্ত পরীক্ষা করা হলে অনেক ভয়ানক তথ্য সামনে আসবে। আশা করছি প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশনের আওতায় বলিউড নামের নর্দমাটাও পরিষ্কার হবে।” তাঁর অভিযোগ, “আমার পানীয়তে কিছু মিশিয়ে দেওয়া হতো। এমনকী পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও আটকে দেওয়া হতো আমাকে।”

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ নিয়ে প্রথম মুখ খুলছিলেন কঙ্গনা রানাওয়াত। ইতিমধ্যেই এই মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের রুমমেট তথা বন্ধু সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ সিংদের। এদিনই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।