অটোচালকদের 70 টি মোবাইল চুরি করে শ্রীঘরে প্রেমিক

0
1

একটা দুটো নয় প্রায় 70 টি মোবাইল চুরি করল এক যুবক এবং শুনলে অবাক হবেন সবকটি মোবাইল চুরি করেছে অটোচালকের । এর নেপথ্য কারণ শুনলে আরও অবাক হবেন । হাতেনাতে ধরা পড়ার পর যুবক কবুল করেছে যে তার প্রেমিকা অটোওয়ালার সঙ্গে পালিয়ে গিয়েছে। সেই প্রতিশোধ তুলতেই সে একের পর এক অটোচালকের মোবাইল চুরি করেছে।
পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেফতারের পর মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।জানা গিয়েছে, আরিফ শেখ আহমেদাবাদে একটি রেস্তোরাঁ চালাতেন। পুলিশকে সে জানিয়েছে, ২০১২ সালে আহমেদাবাদের রেস্তোরাঁ বিক্রি করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে পুণে আসে। কিন্তু দুদিন পরে, তার বান্ধবী তার সমস্ত টাকা পয়সা নিয়ে এক অটো চালকের সঙ্গে পালিয়ে যায় এরপরেই বদলা নিতে আরিফ অটো চালকদের কাছ থেকে মোবাইল চুরি করতে শুরু করে। সে জানিয়েছে, অটো চালকদের প্রতি ঘৃণা থেকেই সে চালকদের ফোন চুরি করতে শুরু করে।