২০২০ বছরটা কারোর কাছেই বিশেষ শুভ নয়। বেশিরভাগ মানুষই চাইছেন এ বছর শেষে বিপদ কেটে ২০২১-এ নতুন ভোর আসুক। আর বিরুষ্কা ২০২১-এর জানুয়ারি জন্য দিন গুনছেন কারণ তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নিজের ছবি পোস্ট করে এ কথা জানালেন বিরাট কোহলি। ছবিতে স্পষ্ট অনুষ্কার বেবি বাম্প।
And then, we were three! Arriving Jan 2021 ❤️? pic.twitter.com/iWANZ4cPdD
— Anushka Sharma (@AnushkaSharma) August 27, 2020
জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারিতে ঘরে আসছে নতুন সদস্য। বাবা-মা দুজনেই খুশি। বিরাট যখন নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে ভক্তকুলকে খুশির খবর জানাচ্ছেন। তিনি লেখেন, “অ্যান্ড দেন, উই আর থ্রি”।
হবু মা অনুষ্কা টুইটারে নিজের সন্তান সম্ভাবনার সুখবর শেয়ার করেছেন।
এই সময় আইপিএল খেলতে বিরাট কোহলি রয়েছেন দুবাইতে। অনুষ্কা রয়েছেন মুম্বইতেই। সুখবর শুনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। মুহূর্তেই পোস্ট ভাইরাল হয়েছে।