ফেসবুক জানালো, রাজনৈতিক বিজ্ঞাপনে সর্বোচ্চ টাকা দিয়েছে বিজেপি-ই

0
4

ফেসবুক ইন্ডিয়ায় যে ১০ জন সর্বোচ্চ বিজ্ঞাপন দিয়েছেন, তাঁদের ৪ জনের সঙ্গে বিজেপির ঘণিষ্ঠ যোগাযোগ রয়েছে। এর মধ্যে ৩ জন নিজেদের ঠিকানার জায়গায় দিল্লির বিজেপির কেন্দ্রীয় অফিসের ঠিকানাই উল্লেখ করেছে৷ ফেসবুক কর্তৃপক্ষ
এই তথ্য সামনে আনার পরেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফেসবুক ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের শাসকদল বিজেপির ঘনিষ্ঠতার নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগও। তার মাঝেই উঠে আসা এই তথ্যে বিপাকে বিজেপি৷

ফেসবুক ইন্ডিয়ার স্পেন্ডিং ট্র্যাকার বা Spending tracker বলছে, গত ১৮ মাসে সামাজিক ঘটনাবলী, নির্বাচন ও রাজনীতি ইত্যাদি বিষয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফেসবুকে সবথেকে বেশি বিজ্ঞাপন দিয়েছে শাসকদল বিজেপি।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে এবছরের ২৪ আগস্ট পর্যন্ত তারা মোট ৪ কোটি ৬১ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে। এছাড়া দুটি কমিউনিটি পেজ ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’ এবং ‘ভারত কে মন কি বাত’ -এর জন্য খরচ হয়েছে যথাক্রমে ১ কোটি ৩৯ লক্ষ ও ২ কোটি ২৪ লক্ষ টাকা। এছাড়া, ‘নেশন উইথ নমো’ নামের ওয়েবসাইট ও পেজের জন্য দেওয়া হয়েছে ১ কোটি ২৮ লক্ষ টাকা । এই ৩টির ঠিকানাই দিল্লির কেন্দ্রীয় বিজেপি অফিসের৷
পাশাপাশি বিজেপি নেতা আরকে সিনহা বিজ্ঞাপন দিয়েছেন ৬৫ লক্ষ টাকা। গত ১৮ মাসে ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের তালিকায় থাকা প্রথম ১০ জন মোট ১৫ কোটি ৮১ লক্ষ খরচ করেছেন। এর মধ্যে বিজেপির তরফেই
দেওয়া হয়েছে ৬৪ শতাংশ বা ১০ কোটি ১৭ লক্ষ টাকা ।

অন্যদিকে কংগ্রেসের তরফে এই একই সময়ের মধ্যে ফেসবুকে খরচ করা হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ ও আম আদমি পার্টি খরচ করেছে ৬৯ লক্ষ টাকা।