সুশান্তের টাকায় কেনা হতো মাদক! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে  

0
1

সুশান্ত সিং রাজপুতের টাকায় মাদক কিনতেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার ইডির হাতে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, সুশান্ত সিং রাজপুতের এটিএম এর পিন নম্বর জানতেন রিয়া এবং তাঁর প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। তদন্তকারীদের অনুমান, পিন নম্বর জানায় টাকা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়নি রিয়ার।

এদিকে বৃহস্পতিবার মুম্বই পুলিশের সহযোগিতায় ইডি দফতরে হাজিরা দেন রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। এদিনই অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় সিদ্ধার্থ পিঠানি, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা দাবি করছেন ৮ জুন রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ঝামেলা হয়। ওইদিনই সুশান্ত ফ্ল্যাটের মধ্যে ৮টি হার্ডড্রাইভ নষ্ট করা হয় বলে খবর। তবে ওই হার্ডড্রাইভে কী ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, মাদক যোগ সন্দেহে রিয়া এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে এনসিবি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ১৯৮৫ -র নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ২০,২২,২৭,২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোয়ায় গিয়ে তল্লাশি শুরু করেছে এনসিবির একটি দল।