৭২টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র-সহ খানাকুলে গ্রেফতার ৬

0
1

বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠছে আরামবাগে, খানাকুল। মঙ্গলবার, নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলের রাজনৈতিক সংঘর্ষে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ সুপারকে দেখার নির্দেশ দেন।
এরপরই তৎপর হয় হুগলির পুলিশ প্রশাসন। বুধবার খানাকুলের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক অভিযোগে ছ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থেকে ৭২ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ধৃতদের কাছ থেকে বিভিন্ন ধরণের আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।