কোনও আফসোস নেই, আকাঙ্ক্ষা খুনে যাবজ্জীবনের সাজা শুনে বলল উদয়ন!

0
1

ভোপালের আকাঙ্ক্ষা শর্মা খুনে আগেই দোষী সাব্যস্ত হয়েছিল প্রেমিক উদয়ন দাস। বুধবার সেই খুনের ঘটনায় উদয়নের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বাঁকুড়ার ফাস্ট ট্র্যাক কোর্ট। ২০১৭ সালে ভোপালের সাকেত নগরে প্রেমিকের বাড়িতে একটি সিমেন্টের বেদির নীচে আকাঙ্ক্ষার দেহ উদ্ধার হয়। আদালতের রায় শোনার পরেও কোনও তাপ উত্তাপ দেখা যায়নি উদয়নের মধ্যে। পাকা অপরাধীর মত নির্লিপ্ত মুখে পুলিশের ভ্যানে যাওয়ার সময় সে বলে, আমার কোনও আফসোস নেই। এবার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব।

২০১৭ সালে বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মা (২৮)-এর দেহ পাওয়া যায় ভোপালের সাকেত নগরে প্রেমিকের বাড়িতে একটি সিমেন্টের বেদির নীচে। এই ঘটনায় গ্রেফতার হয় উয়দন দাস। খুন, অপহরণ, দেহ ও তথ্য লোপাটের মামলার দোষী সাব্যস্ত হয় সে। এই মামলা চলাকালীন জানা যায়, আকাঙ্ক্ষাকে খুনের আগে মধ্যপ্রদেশের বাড়িতে নিজের বাবা-মাকেও নৃশংসভাবে হত্যা করেছিল উদয়ন। তার স্বীকারোক্তির সূত্রে মাটির তলা থেকে বাবা-মায়ের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে উঠে আসে, বাবা-মাকে খুনের কথা জেনে ফেলাতেই আকাঙ্ক্ষাকেও পৃথিবী থেকে সরিয়ে ফেলে উদয়ন। এদিন রায় ঘোষণার পর সরকারি আইনজীবী জানিয়েছেন, খুনের ঘটনায় উদয়ন দাসকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের জেল। তথ্য লোপাটের ঘটনায় ২ বছরের জেল। সেইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা। উদয়নের আইনজীবী জানান, তাঁরা উচ্চ আদালতে যাবেন। আকাঙ্ক্ষার পরিবার জানিয়েছে, তাঁরা ফাঁসির সাজা চাইছিলেন। কিন্তু আদালতের এই রায়কে সম্মান জানাচ্ছেন।