করোনা বিধি মেনে সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন চললে আপত্তি নেই: জানালেন মুখ্যমন্ত্রী

0
1

করোনা সংক্রমনের চেন ব্রেক করতে সেপ্টেম্বরেও তিন দিন পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে করোনা বিধি মেনে সেপ্টেম্বর থেকে মেট্রো এবং লোকাল ট্রেন চললে রাজ্যের কোনও সমস্যা নেই। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে লোকাল ট্রেনের সংখ্যা এক চতুর্থাংশ হতে হবে।

ট্রেন চালানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সামাজিক দূরত্ব মেনে মেট্রো  এবং লোকাল ট্রেন চলতে পারে সেপ্টেম্বর থেকে। তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু এ ব্যাপারে রেল যদি রাজ্যের সঙ্গে একবার কথা বলে নেয় তাহলে তা ভাল হয়।”

এ দিকে, সম্পূর্ণ লকডাউনে যেভাবে অগাস্ট মাসে গোটা রাজ্যের সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারেও তাই হবে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার।