ভয়ঙ্কর মহামারি পরিস্থিতিতেও একাধিক পরিকল্পনার কথা জানালো রাজ্য সরকার। নতুন কর্মসংস্থানের লক্ষ্যে এই পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুরে নতুন বন্দর তৈরি এবং দিঘায় নতুন কেবল ল্যান্ডিং স্টেশনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেকদিন ধরে আমরা তাজপুরে নতুন বন্দর তৈরি করার চেষ্টা করছি। আমরা কেন্দ্রের কাছে আবেদনও জানিয়েছিলাম। কিন্তু তারা কোনও আগ্রহ দেখায়নি। গঙ্গাসাগরে লোহার সেতু করে দেওয়ার কথা বললেও করেনি। আমরা তাই ঠিক করেছি, তাজপুরে যে বন্দরটি হবে সেটা রাজ্য সরকারই তৈরি করবে। এরজন্য টেন্ডারও ডাকা হবে। বন্দর তৈরি হলে চাকরির সম্ভাবনা তৈরি হবে। আমদানি–রফতানির ব্যবসা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নতিও হবে।”
কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দিঘায় তৈরি হচ্ছে এই কেবল ল্যান্ডিং স্টেশন। এতে জিও ১ হাজার কোটি টাকা লগ্নি করেছে। এখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে কাজ হবে। মোবাইলের যন্ত্রাংশও তৈরি করা হবে।”






























































































































