দিনকয়েক আগে বাংলার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, দলের সিদ্ধান্ত, একুশের ভোটে বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করেই নির্বাচন লড়বে বিজেপি। কলকাতায় পা রেখে কৈলাসের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন তথাগত রায়ও।
তারপরেই বিজয়বর্গীয়র ঘোষণাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ফেসবুকে চালু করা হয়েছে নতুন একটি পেজ, নাম “Tathagata Roy for CM”৷ আর এই নিয়েই রাজ্য-রাজনীতিতে প্রবল জল্পনা শুরু হয়েছে৷
বঙ্গ- রাজনীতিতে ফেরার পর মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছেন, “মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে দলের নির্বাচিত বিধায়করা৷ বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনাই তার প্রধান লক্ষ্য”।
কিন্তু তারপরেও ‘তথাগত রায় ফর সিএম’ নামে এই ফেসবুক পেজ কেন, রাজ্য রাজনীতিতে তা নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপি শিবির মনে করছে, এই পেজ বানিয়েছে তথাগতবাবুর অনুগামীরা, তারাও বিজেপিরই কর্মী। এই অনুগামীরাই দমদম বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিল তথাগতবাবুকে। গত সোমবার দলের হেস্টিংসের পার্টি অফিসে গিয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন তথাগত রায়। দুজনের মধ্যে কথাও হয়। এরপর টুইট করে তথাগতবাবু দাবি করেছেন, “অর্থ-প্রতিপত্তি আমার আছে। বাংলার হিন্দুদের বাঁচাতে চান। সেজন্য ২০২১ সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। সেজন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।”
এই পেজ নিয়ে অবশ্য তথাগতবাবু বলেছেন, “এসবে আমার উৎসাহ নেই৷ কারা এটা করেছে আমার জানা নেই”৷ একথা বললেও দলের একাংশ এই সাফাই মানতে নারাজ৷

































































































































