ড্রোনের মাধ্যমে ভারতে বিস্ফোরণের ছক পাকিস্তানের! তথ্য ফাঁস গোয়েন্দাদের

0
3

সীমান্তবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের ছক কষছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের সেনা ঘাঁটিকে নিশানা করছে তারা।

বর্ডার সিকিওরিটি ফোর্স জানিয়েছে, কাশ্মীরের আরএস পুরা ও সাম্বা সেক্টরে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের ছক কষেছে ইমরান খানের দেশ। প্রসঙ্গত, ২০ জুন কাশ্মীরে পাক ড্রোনকে গুলি করে নামায় বিএসএফ। ড্রোন থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক রাইফেল, দুটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি ও ৭টি গ্রেনেড।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, প্রচুর চিনা ড্রোন কিনেছে পাকিস্তান। ভারতের উপর নজরদারি চালাতে এই ড্রোন ব্যবহার করা হবে। সূত্রের খবর, চিনের এয়ারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি এই ড্রোনগুলিকে বানাচ্ছে। তারা পাকিস্তানের হাতে এগুলি তুলে দেবে।