উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে সৈয়দ জাফর ইসলামকে প্রার্থী করল বিজেপি। সংখ্যালঘু প্রার্থী করে চমক দিল তারা। জাফর জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপিতে টানতে বড় দায়িত্ব পালন করেছিলেন। ফলে মাত্র দুবছর মেয়াদের উপনির্বাচনেও মুকুল রায়কে প্রার্থী করল না বিজেপি। জল্পনা ছিল মুকুল রায়কে উত্তরপ্রদেশ থেকে সাংসদ ও মন্ত্রী করে বাংলায় নামাবে তারা। এই আসনটি অমর সিংয়ের ছিল। ফলে বিজেপির আসনও ছিল না। এতেও মুকুলকে প্রার্থী না করায় বিষয়টি বঙ্গবিজেপিতে চর্চার কারণ হয়ে উঠেছে।






























































































































