করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী  তরুণ গগৈ  

0
1

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ আজ অর্থাত্‍ বুধবার সকালে টুইট করে এ কথা জানান ৮৫ বছরের প্রবীণ কংগ্রেস নেতা৷
তিনি টুইটারে লিখেছেন, ‘আমার গতকাল Covid 19 পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷’

 

অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ২০২১ সালের বিধানসভা ভোটে অসমের কংগ্রেস ক্ষমতায় ফিরতে মরিয়া। সেই জন্য করোনার মাঝেই গত কয়েকদিন একাধিক জায়গায় ঘুরেছেন তিনি। ২০০১ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ১৬ বছর অসম শাসক করেন গগৈ।

তবে চিন্তার বিষয় হচ্ছে, তরুণ গগৈয়ের বয়স ৮৫ হয়েছে। শরীরে বার্ধক্যজনিত অন্যান্য কিছু রোগও রয়েছে তাঁর। এই অবস্থায় করোনা পজেটিভ অসমের কংগ্রেস শিবিরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন তিনি।