বাংলায় করোনা আক্রান্ত দেড় লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৩ হাজারের দোরগোড়ায়

0
1

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও করোনার দাপট অব্যাহত। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৭৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪৭ হাজার ৭৭৫ জন। এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৫ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯৬৪। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৯৫৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩১৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,১৭,৮৫৭ জন।