অরিজিৎ সিংয়ের পর এবার সলমন খানের রোষে আমাল মালিক? বেশ কিছু দিন আগে অরিজিৎ সলমনের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে অভিনেতার রোষের মুখে পড়েছিলেন। এবার খানিকটা তেমনই কান্ড ঘটেছে আমালের সঙ্গে। টুইটারে জোর তরজা চলছে আমাল এবং সলমনের ভক্তদের মধ্যে।
কয়েকদিন আগে সুরকার-গায়ক আমাল মালিক বলেছিলে তিনি শাহরুখ খানের বড় ভক্ত। ব্যাস। টুইটারে তরজার সূত্রপাত এখান থেকেই। এরপর থেকেই সলমনের অনুরাগীরা ট্রোল করতে শুরু করেন তাঁকে। ২০১৪ সালে সলমন অভিনীত ‘জয় হো’ ছবির তিনটি গান কম্পোজ করা দিয়ে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন আমাল। সে প্রসঙ্গ তুলে সলমনের ভক্তরা তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলে। এরপর আমাল রেগে গিয়ে বলেন, “আজ দুনিয়া কো দিখ গয়া হোয়াট ইজ দ্য অওকাত অব দিস আনএডুকেটেড ভাইতারস।’’ আমাল ‘ভাইতারস’ বলতে এখানে সলমনের ভক্তদের বুঝিয়েছেন। এরপর ট্রোলিং বেড়ে যাওয়ায় আমাল নিজের অবস্থান স্পষ্ট করে। টুইট করে বলেন, ‘‘আমি সলমন খানের বিরুদ্ধে নই। উনি আমাকে ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ দিয়েছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু তা বলে ওঁর ভক্তরা যা খুশি বলে যাবে, আর আমি সহ্য করব, তা নয়।’’



































































































































