একগুচ্ছ নির্দেশিকা মেনে খুললো তারাপীঠ মন্দির

0
6

ভক্তশূন্য কৌশিকী অমাবস্যার পর সোমবার একগুচ্ছ স্বাস্থ্যবিধি মেনে খুললো তারাপীঠ মন্দির। মহামারি আবহে মন্দির খোলায় সমস্ত রকম সরকারি নিয়মকে মান্যতা দেওয়া হচ্ছে।

• মন্দিরে ঢোকার আগে মেটাল গানে তাপমাত্রা মাপা হবে।

• স্যানিটাইজ করতে হবে। এছাড়াও স্যানিটাইজার টানেলে প্রবেশ করে সমগ্র শরীর জীবানমুক্ত হলে তবেই পুজোর লাইনে দাঁড়াতে পারবেন ভক্তরা।

• পুজো দেওয়ার লাইনেও দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে। গর্ভগৃহে প্রবেশ করে মা তারাকে পুজো দেওয়া নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম আলতা সিঁদুর প্রভৃতি নিয়ে মায়ের চরণ স্পর্শ করা যাবে না।

• গর্ভগৃহে ভক্তের লাইনে থাকা মন্দিরে ঘন্টাও খুলে রাখা হয়েছে।শুধুমাত্র সেবাইতদের মাধ্যমে দূর থেকে মা তারাকে পুজো দিতে পারবেন ভক্তরা।

• কোনওরকম ভোগ বা মহাপ্রসাদ বিতরন করা হবে না।

• এছাড়াও মন্দির খোলায় হোটেল মালিক সহ ছোটো বড় অনান্য ব্যবসায়ীদের করোনা সতর্কবিধি মেনে তবেই সামগ্রী বিক্রি করতে পারবে। রুম ভাড়া দিতে পারবে।

দীর্ঘদীন পর আজ মন্দির খোলায় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। যদিও সকাল থেকে তেমন পূণ্যার্থীদের দেখা নেই। আজ ষষ্ঠী থাকায় স্থানীয়দের ভিড় ছিল বেশি।