মহামারির জেরে অনেকেই বিয়ে পিছিয়ে দিচ্ছেন। তার বিভিন্ন কারণ হলেও মুখ্যমন্ত্রী কিন্তু তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল।
মঙ্গলবার মমতা বলেন, করোনার জেরে অনেকে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। বিয়ে বাতিল করা যাবে না, দরকারে রিনিউ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবিলম্বে এই প্রকল্পের কাজ শেষ কারর আশ্বাস দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
এরই পাশাপাশি ,
আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে লকডাউনের মধ্যেও যাবতীয় সরকারি কল্যাণ প্রকল্প চালু রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এব্যাপারে কোনও ঢিলেমি তিনি বরদাস্ত করবেন না। মঙ্গলবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অগ্রগতি নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন মমতা। জানান, কারও বিয়ে পিছিয়ে গেলে কোনও মতেই রূপশ্রীর আবেদন খারিজ করা যাবে না। দরকারে রিনিউ করতে হবে আবেদন।
এদিন মমতা বলেছেন, রূপশ্রী প্রকল্পের অনেক আবেদনের ভেরিফিকেশন হচ্ছে না বলে টাকা আটকে রয়েছে। সরকারের ঘরে টাকা পড়ে থাকলেও তা বিলি করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে জেলাশাসকদের অবিলম্বে রূপশ্রী প্রকল্পের জমা পড়া আবেদন ভেরিফিকেশন করে টাকা দেওয়ার ছাড়পত্র দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

































































































































